আপনি যদি লিনাক্স ইউজার হয়ে থাকেন , আর মাইক্রোসফ্ট এর Microsoft Edge ব্রাউজার ব্যাবহার করে থাকেন , তাহলে আপনি এখনই মাইক্রোসফ্ট এজ ব্রাউজারটি আপগ্রেড করতে চাইবেন?
কেন? কারণ , আপনি জানেন যেহেতু আপনি এই আর্টিকেলের শিরোনাম পড়েছেন ।
হ্যাঁ, লিনাক্সের জন্য মাইক্রোসফ্ট এজের সর্বশেষ ডেভস ভার্সনে আপনি মাইক্রোসফ্ট অ্যাকাউন্ট ব্যবহার করে সাইন ইন এবং আপনার ব্রাউজারের বুর্কমার্ক , ব্রাউজারে সেভ করা পাসওয়ার্ড , হিস্টোরি খুব সহজেই সিঙ্ক বা Sync করতে পারবেন । এই ফিচারটি গতবছর মাইক্রোসফ্ট এজ এর লঞ্চ থেকেই ছিলো না । শুধুমাত্র এই একটি ফিচার না থাকায় অনেক লিনাক্স ব্যাবহারকারী মাইক্রোসফ্ট এজ ব্রাউজারকে ডিফল্ট ব্রাউজার হিসেবে ব্যাবহার থেকে বিরত ছিলেন । তাছাড়া ক্রোমিয়াম বেজড এই ব্রাউজারটি যথেষ্ট জন্যপ্রিয় ।
দেখুনঃ
ইমেজঃ omgubuntu.co.uk
তবে হ্যাঁ এ ফিচারটির কিছু বাধা-বাধ্যকতা রয়েছে ।
প্রথমত: মাত্র একটি মাইক্রোসফ্ট অ্যাকাউন্ট ব্যবহার করে সাইন ইন এবং সিঙ্ক করতে পারেন ( AAD ব্যবহারকারীরা এ ফিচারটি পাবেন না )। আপনার যদি আগে থেকে কোনও মাইক্রোসফ্ট অ্যাকাউন্ট না থাকে তবে প্রথমে একটি মাইক্রোসফ্ট অ্যাকাউন্ট খুলতে হবে ।
দ্বিতীয়তঃ আপনাকে মাইক্রোসফ্ট এজ এর ভার্সন v91.0.831.x কিংবা তার পরের যেকোনো ভার্সন ব্যাবহার করতে হবে । এবং আপনাকে মাইক্রোসফ্ট এজের সিঙ্ক ফিচারটি ম্যানুয়ালি চালু করতে হতে পারে! ( আপনি কখন এই আর্টিকেলটি পড়ছেন তার উপর নির্ভর করে )।
যদি আপনি মাইক্রোসফ্ট একাউন্টে সাইন করার সময় নিচের স্কিনশর্টের মতো “oh no! platform not supported’ লেখা ওঠে কেবল তাহলেই আপনাকে ম্যানুয়ালি সিঙ্ক ফিচারটি চালু করতে হবে । আমি আশা করি আপনাদের বেশিরভাগকেই ম্যানুয়ালি ফিচারটি চালু করতে হবে না ।
ইমেজঃ omgubuntu.co.uk
ভয়ের কোনো কারণ নেই কারণ, সিঙ্ক ফিচারটি ম্যানুয়ালি চালু করা একদম সিম্পল । মাইক্রোসফ্ট এজ ব্রাউজারের গিয়ে edge://flags টাইপ করে নতুন ট্যাবে চালু করুন , ‘MSA sign in’ এই অপশনটি খুঁজে বের করে অপশনটি চালু করে দিন । ব্যাস হয়ে গেল ।
মাইক্রোসফ্ট এজ কি লিনাক্সের জন্য সেরা ওয়েব ব্রাউজার? এই আর্টিকেলটি দ্বারা মোটেই এমন কিছু বলা হয়নি । আপনার প্রয়োজন , কাজের ধরণের ওপরে নির্ভর করে আপনি কোন ব্রাউজারটি ব্যাবহার করবেন ।
বিঃদ্রঃ এটি শুধুমাত্র একটি টেক সংবাদ কোনো রিকোমেন্ডেশন নয় ।
আরো পড়ুনঃ ডাকডাকগো Vs গুগলঃ কেনো ডাকডাকগো ব্যাবহার করবেন?
ফেসবুকে টু-স্টেপ ভেরিফিকেশন চালু করে হ্যাকিং থেকে সুরক্ষিত রাখুন ফেসবুক আইডি
সুত্রঃ OmgUbuntu
ইমেজঃ Microsoft & omgubuntu.co.uk