গুগল অ্যান্ড্রয়েড 11 এর Beta ইভেন্ট বাতিল করেছে। Android 11 এর Beta ইভেন্টটি ৩রা জুনের জন্য নির্ধারিত ছিল। সংস্থাটি আজ এই ঘোষণাটি টুইট করেছে তবে বাতিল হওয়ার কোনও কারণ নির্দিষ্ট করে দেয়নি।
Google Developers টিম টুইটারে টুইট বার্তার মাধ্যমে আজ জানিয়েছে ৩রা জুনে হতে যাওয়া লঞ্চ ইভেন্ট টি বাতিল করা হয়েছে। এর মানে Android 11 এর বেটা ভার্সন পেতে আমাদেরকে আরো কিছুদিন অপেক্ষা করতে হবে৷
বিস্তারিত পড়ুনঃ Android 11 এর
কিছু পিক্সেল ফোন ব্যাবহারকারী সোমবার বিকেলে অ্যান্ড্রয়েড 11 বিটা ভার্সনের আপডেট পেয়েছে বলে জানিয়েছে। অ্যান্ড্রয়েড 11 বিটা 1 ভার্সনটির বিল্ড নম্বর RPB1.200504.018। Android 11 এর বেটা ভার্সনটি সল্পসখ্যক পিক্সেল ৪ এক্সএল ফোনে পাওয়া গেছে৷ বিপুল পরিসরে আপডেট এখনোও আসেনি৷

আশা করা যাচ্ছে বেটা ১ এ গুগল অ্যান্ড্রয়েড ১১ এর ফাইনাল SDK and NDK API অন্তর্ভুক্ত করেছে৷ যদিও Android 11 এর বড় ধরনের কোনো আপডেট বেটা ১ এ দেখা যায় নি৷
Developer option এ রয়েছে মিডিয়া কন্ট্রোল করার জন্য Quick Settings চালু করার অপশন।

কাষ্টমাইজ ‘Power Menu’ settings সাথে ডিভাইস ও ওয়ালেট কন্ট্রোল

New icon shapes: Vessel, Tapered Rect, Pebble
Several new icon shape overlays:IconShapeVessel
IconShapeTaperedRect
IconShapePebble
— Mishaal Rahman (@MishaalRahman) June 1, 2020
Settings for Bubbles:
New submenu for enabling Bubble notifications. Settings > Apps & Notifications > Notifications > Bubbles. pic.twitter.com/R1cla9oPMm— Mishaal Rahman (@MishaalRahman) June 1, 2020
MicroLED ফ্যাক্টরি তৈরির জন্য অ্যাপল চীনে ৳৩৩০ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে। https://t.co/uV2E6fDLg5 pic.twitter.com/eoocGnTt3a
— Gizbangla.Com (@Gizbangla) June 2, 2020