
গুগল লঞ্চ করলো তাদের লেটেস্ট মিড-রেঞ্জ ফোন গুগল Pixel 4A. হাই-স্পেক, বড় ডিসপ্লে, ৩-৪ টা ক্যামেরা সেটআপ এ ফোকাস না করে গুগল ফোকাস করেছে ওভালঅল এক্সপ্রেরিয়েঞ্চ এ। গুগল Pixel 4a সত্যিই একটি মিনিমাল লুকিং ড্রিম ফোন, ডিজাইন থেকে শুরু করে সফটওয়্যার অপ্টিমাইজেশন পর্যন্ত বিশেষ করে এর নাগালের ভিতরের দাম $349 USD ডলার যা কিনা বাংলাদেশি টাকায় ৩০ হাজারের মতো। তো চলুন জেনে নেওয়া যাক গুগল Pixel 4A এর বাংলা রিভিউ।

প্রথমেই Pixel 4A এর ডিজাইন
গুগল pixel 4a এর ডিজাইন একদমই সিম্পল সাদামাটা কিন্তু চমৎকার । ডিজাইনে তেমন আহমরি তেমন কিছু নেই। Pixel 4A এর ডিজাইন চমৎকার এবং অনেকেই এই ডিজাইনকে ‘Near Perfect’ বলে আখ্যায়িত করেছেন। Pixel 4A ৫.৮ ইঞ্চি সাইজের হওয়ায় একহাতে ব্যাবহারে যাদের ছোট হাত তাদেরও কোনো সমস্যা হবে না।
বড় নচ, পপ-আপ ক্যামেরা, ক্যামেরা স্লাইড এসব ব্যাবহার না করে গুগল এখানে ছোট পাঞ্চ-হোল ডিসপ্লে কাট-আউট করেছে। ফোনটি প্লাস্টিকের তৈরি হলেও গুগল এখানে গ্লাস কোডিং ব্যাবহার করেছে যার কারনে হাতে ধরতে কমফোর্টেবল ফিল হয়, এবং ফোন টিও পিচ্ছিল নয়। যদিও Pixel 4A তে থাকছে না কোনো অফিশিয়াল Water Resistant Warranty.

Google Pixel 4A তে সিকিউরিটি হিসেবে থাকছে দ্রুত কাজ করা ফিংগারপ্রিন্ট সেন্সর এবং ফেস স্ক্যানার। দ’টি সেন্সরই ৯৫ শতাংশ একুরেচি নিয়ে অনেক দ্রুত কাজ করে এবং নির্ভরযোগ্য।

ফোনটি তে রয়েছে Stero Speaker এবং থাকছে একটি হেডফোন জ্যাকও৷

গুগল Pixel সিরিজের ফোনগুলোর জনপ্রিয়তার অন্যতম কারন ক্যামেরা নিয়ে কথা বলা যাক এবার। Pixel 4A তে থাকছে 8MP ফ্রন্ট ক্যামেরা এবং 12MP ব্যাক ক্যামেরা। ক্যামেরা সেট-আপ দেখে আহমরি না মনে হলেও গুগলের সফটওয়্যার অপ্টিমাইজেশন ও জি-ক্যাম সম্পর্কে সবারই জানা রয়েছে৷ গুগল তার সফটওয়্যার অপ্টিমাইজেশন মাধ্যমে Pixel ফোনগুলোর ক্যামেরাকে নিয়ে গেছে এক অন্যান্য উচ্চতায়।

Pixel 4A এর ক্যামেরাতে থাকছে Night Mode যার মাধ্যমে অন্ধকারেও দিনের মতো উজ্জ্বল ছবি পাওয়া সম্ভব।

ফোনটিতে থাকছে Snapdragon 730g প্রসেসর এবং ৬ জিবি র্যাম যার মাধ্যমে ফোনটি আপনার যেকোনো মিডিয়াম -হেভি টাস্ক কোনো প্রকার ঝামেলা ছাড়াই করে দিতে সক্ষম।
গুগল তাদের পিক্সেল ফোনে ৩ বছরের সফটওয়্যার আপডেটের নিশ্চয়তা দিয়ে থাকে তাই আপনি চোখ বন্ধ করে ফোন টি ক্রয় করতে পারেন।
ফোনটি সারাদিন চালানোর জন্য ফোনটিতে রয়েছে 3140 mAh ব্যাটারি। ফোনটিতে মিড-রেঞ্জ প্রসেসর এবং 1080p ওলেড ডিসপ্লে ব্যাবহারের কারনে ফোনটি এক চার্জে সারাদিন চলার কথা৷ সাথে তো গুগলের সফটওয়্যার অপ্টিমাইজেশন রয়েছেই। তাই ব্যাটারি নিয়ে চিন্তা অহেতুক চিন্তা না করাই ভালো। যার কারনে একবার চার্জে সারাদিন চার্জ থাকার গ্যারান্টি দেওয়া যায়।

Pixel 4A তে থাকছে না কোনো Wirelless চার্জিং সিস্টেম, তবে বক্সে থাকছে টাইপ-সি 18Watt ফার্স্ট চার্জিং।
ইমেজ ক্রেডিটঃ Techradar