যদি আমি আপনাকে জিজ্ঞাসা করি আপনার অনলাইন প্রাইভেসির জন্য কোন সার্চ ইঞ্জিন ভালো হবে?
তো আপনাদের মাঝে বেশিরভাগ লোকই জবাব দিবেন গুগল ইয়াহু কিংবা বিং । কিন্তু আমি বলবো ডাকডাকগো । প্রাইভেসি ফোকাস সার্চ ইঞ্জিন ডাকডাকগো । কেনো ডাকডাকগো ব্যাবহার করবেন তা আজ আমি এই আর্টিকেলে দেখাবো ।
যদি আপনি কখনো ডাকডাকগো এর নাম শোনেননি তাহলে বলি ডাকডাকগো একটি প্রাইভেসি ফোকাস সার্চ ইঞ্জিন । সবকিছু গুগলের মতোই । শুধু মাত্র পার্থক্য হচ্ছে গুগল আপনার অনলাইন এক্টিভিটি ট্রাক করে অপরদিকে ডাকডাকগো করে না ।
গুগুল আপনার অনলাইন সার্চ , ইউটীউব সার্চ , কোন কোন ভিডিও আপনি দেখছেন লাইক দিচ্ছেন , আপনি কোথায় থাকেন , কোথায় কোথায় যান , আপনি কোথায় যাবেন , আপনি কোনো Website ভিজিট করছেন সেখানে কি কি দেখছেন , কোন কোন পেজে যাচ্ছেন এর সবকিছুই গুগল তার Analytics এর মাধ্যমে ট্রাক করে থাকে ।
আচ্ছা এখন মনে হতে পারে গুগুল কেনো আপনার এতোকিছু ট্রাক করে , গুগুল সাধারণত আপনাকে ব্যক্তিগত সার্চ রেজাল্ট দেখানোর জন্য এবং কোন কোন বিষয়ে আপনার আগ্রহ সে অনুযায়ী বিজ্ঞাপন দেখানোর জন্য । গুগল Adsense এর মাধ্যমে আপনার আগ্রহ অনু্যায়ী বিজ্ঞাপন দেখায় ।
এই বিষয়টিকে বোঝানোর জন্য একটী উদাহরণ দেওয়া যাক , মনে করুন আপনি গুগলে সার্চ দিলেন Redmi Note 9 Pro । এরপরে আপনি দেখবেন অনেক ওয়েবসাইটে Redmi Note 9 Pro এরই বিজ্ঞাপন দেখাচ্ছে । আপনাকে এক প্রকার ফোর্স করা হবে এই ফোনকে কেনার জন্য।
Redmi Note 9 Pro এতো টাকায় , 64GB ভ্যারিয়েন্ট এতো টাকায় , 32GB ভ্যারিয়েন্ট এতো টাকায় , সুতারাং আপনাকে এক প্রকার ফোর্স করা হচ্ছে ।
আচ্ছা এমনটা কেনো হচ্ছে , এখানে আপনি যা সার্চ করছেন গুগলের কাছে ওই তথ্য সরংক্ষণ হচ্ছে । আপনার রুচি কি , কিসে আপনার আগ্রহ সে অনুযায়ী গুগল আপনাকে বিজ্ঞাপণ দেখাচ্ছে ।
অপরদিকে ডাকডাকগো এমনটা করে না । ডাকডাকগো আপনার সার্চ History কিংবা আপনার আইপি Address এর লগ সংরক্ষণ করে না । মানে আপনি সার্চ করছেন , আপনার আগ্রহ কিসে এতে ডাকডাকগো এর কোনো মাথা ব্যাথা নেই । সুতারাং আপনার অনলাইন Activity কেউ ট্রাক করছে না ।
মনে করেন আপনি ডাকডাকগোতে কিছু সার্চ করছেন , তো রেজাল্ট কোথা থেকে দেখাবে? ডাকডাকগো ৪০০ এরও বেশি উৎস থেকে সার্চ রেজাল্ট দেখায় । যেমন ডাকডাকগো কুইক রেজাল্ট এর জন্য ব্যাবহার করে উইকিপিডিয়া ।
এতো কিছু পড়ার পর আপনি যদি ডাকডাকগো ব্যাবহার করতে চান এবং ভাবেন এর ইউজার ইন্টারফেস কেমন হবে তো আমি বলবো টেনশনের কোনো কারণ নেই কারণ এটির ইন্টারফেস গুগলের মতোই সিম্পল ও মিনিমাল ।
1 Comment
Pingback: এখন থেকে লিনাক্সে সাপোর্ট করবে মাইক্রোসফ্ট Edge ব্রাউজারের Sync ফিচার! – Gizbangla